বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। এছাড়া সেনা বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছে।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ভেতরে আটকা পড়েছে অনেক মানুষ। বিল্ডিংয়ের কাঁচ ভেঙ্গে আটকা পড়া মানুষদের উদ্দার করার চেষ্টা করা হচ্ছে। বিমান বাহিনীর ২ হেলিকপ্টার অংশ নিয়েছে উদ্ধার কাজে।
ভবনটিতে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই বলে ধারনা করা হচ্ছে। অনেকে তার বেয়ে বের হবার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগর পর চার জন ৮ম ও নবম তলা থেকে লাফিয়ে পড়েছে।
এখানে আগুন কম থাকলেও ধোঁয়ার পরিমাণ খুব বেশি। যেটা আটকে পড়া মানুষ গুলোর জন্য খুব ক্ষতিকর। ফায়ার সার্ভিস উদ্দার কাজ চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে ১৬ ইউনিট। এদের পাশাপাশি স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নিয়েছে।