মেহেজাবিনের পুর নাম মেহেজাবিন চৌধুরী। তার ডাকনাম জেনিফার। মেহেজাবিন ১৯৯১ সালের ১৯ এপ্রিল চট্টগ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ২৭ বছর। সৈসবে তিনি বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। বর্তমানে তিনি ঢাকা সান্তা মরিয়ম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে পড়ালেখা করছেন।
তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। প্রতিটি নাটকের জন্য তিনি নিয়ে থাকেন ৩০-৪০ হাজার টাকা। তাকে দেখতে খুব শান্ত স্বভাবের ম্নে হলেও বাস্তবে তিনি ভীষণ রাগী।
তিনি ২০০৯ সালে লাক্স সুপার স্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগৎতে আসেন। ২০১২ সালে বেশ ভাল মডেল হিসেবে দেবাসিস মডেল অৰ্জন করেন। এবং ২০১৮ সালে বেষ্ট অ্যাক্টর হিসেবে মেরিল প্রথম আলো আয়ার্ড অৰ্জন করেন।
এপর্যন্ত তিনি ১৮৭ টি নাটক এবং টেলিফিল্ম অভিনয় করেছেন। তার প্রথম অভিসেখ হয়েছিল ইত্তেকার আহমেদ পরিচালিত তুমি থাকো সিন্দুপাড়ে নাটকে অভিনয়ের মাধ্যমে। তার প্রথম নাটকের পরে তাকে অনেক দিন বসে থাকতে হয়। তারপরে নিজেকে বদলে পেলে আবার টিভি পর্দায় অসেন। তার সবচেয়ে জনপ্রিয় তিনটি নাটক-
০১. বড় ছেলে
০২. বেকার
০৩. প্রেম বনাম কাস