তাঁরা গুলো আজ লুকিয়ে গেছে
মেঘের ডাকে আড়ালে ;
কতটা যাতনা নিয়ে নিতে হচ্ছে বিদায়-
আপনা্র ছায়া তলে পেয়েছি যাহা;
ভূলবার নয় কোনদিনও তাহা ।।
বারে বারে বলতে মনে চাই-
ধন্য আমি ধন্য আমার এ জীবন
শীর্ষ হয়ে আপনার ।।
কাজল কালো চুলগুলো আপনার
বাতাসেতে যখন উড়ে;
আপনার প্রতি ভালবাসা তখন বেয়ে বেয়ে ঝড়ে ।।
হাসি ঠাট্রায় মেতে কাটিয়ছেন সময়;
হাজারও ঝড়ে ছিলেন অকুতোভয় ।।
আপনাকে তাই জানাই সম্মান –
এই কবিতা আপনার আর আমার ভালবাসা ক্ষুদ্র নিদর্শন ।।