স্কোর বোর্ডে ১২ রান তুলতেই নেই প্রথম সারির ৩ ব্যাটসম্যান! এশিয়া কাপ ২০১৮ তে যেন এক অচেনা বাংলাদেশ !
প্রথম ম্যাচেই তামিমের কব্জির ইনজুরি! ওপেনিংয়ে যেন কোন নির্ভরতাই নেই! অনেকদিন ধরেই খোঁজ চলছে তামিমের যোগ্য সঙ্গীর কিন্তু খাপে খাপ মিলছিলই না একের পর একেক জনকে দিয়ে সব চেস্টায় যখন বৃথা যাচ্ছিল তখনই আশার আলো দেখাচ্ছিল লিটন! কিন্তু মাঠে নেমেই ব্যার্থ তিনি। আজও তার ব্যতিক্রমি হয় নি। এমন মহামরন ম্যাচেও ওপেনিংয়ের ভরাডুবি। বাংলাদেশ দলের ত্রাস হয়ে যেন এসেছিলেন পাকিস্থানি পেসার জুনায়েদ খান।
তবে হাল ছেড়ে দেন নি মুশি মিঠুন হয়ে ওঠেন দলের ভরসা। বড় বিপদ থেকে বাঁচিয়ে নেন টিম টাইগার দের।৫ম উইকেটে গড়েন রানের জুটি ১২৫ রানের।