২৪০ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে টপ ওর্ডারের ৩ ব্যাটসম্যানকে ৪ ওভারের মধ্য সাজঘরে পাঠাই বাংলাদেশী বোলার রা। কিন্তু এরপরই শুরু হয় শোয়েব মালিক শো। এককে একে সকল বোলার দিয়ে চেস্টা করতে থাকেন ক্যাপ্টেন ম্যাশ।
কিন্তু উইকেট আগলে বাংলাদেশের গলার কাট হয়ে দাড়ান শোয়েব মালিক।
কিন্তু সেট বেশিক্ষন স্থায়ী হতে দেননি রুবেল হোসেন।
ইনিংসের ২১ তম ওভারের প্রথম বলটি সাজারো ব্যাট চালান মালিক কিন্তু সুপারম্যানের মত উড়ে ক্যাচটি লুফে নেন কাপ্তান ম্যাশ।
এর পরমুহুর্তে সৌম্য সরকারের বলে কট বিহাইন্ড হন শাদাব খান।
এরই সাথে সৌম্য তার ওডিআই ক্যারিয়ারের প্রথম উইকেট লাভ করেন।
এই মুহুর্তে ২৫.১ ওভার শেষে ৯৫ রান সংগ্রহ করেছে পাকিস্থান। জয়ের জন্য বাংলাদেশকে আর মাত্র ৫ উইকেট শিকার করতে হবে।