২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলার রায় আজ বুধবার ঘোষনা করা হয়েছে ;আজ দুপুরে বিচারক মামলার রায় শোনান।মামলার রায়ে বিএনপি নেতা লুতফুর রহমান বাবরসহ ২০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ।এছাড়া বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। ১৪ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী এক সমাবেশে নৃশংস ওই গ্রেনেড হামলায় স্তব্ধ করে দিয়েছিল বাংলাদেশকে । আক্রোমনের মূল উদ্দেশ্য ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা । শেখ হাসিনা সে যাত্রায় বেঁচে গেলেও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ অনেককেই নিহত এবং পঙ্গু হতে হয়। গত ১৮ সেপ্টেম্বর রাষ্ট ও আসামীপক্ষের যুক্তিতর্ক শেষে ট্রাইবুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ১০ অক্টোবর রায় ঘোষনার দিন ধার্য করেন। সেই প্রেক্ষিতে আজ দুই মামলায় ৪৯ জনের রায় ঘোষনা করা হয়েছে।এর মধ্য ৩১জন কাশিমপুর কারাগারে আটক ছিল বাকি ১৮ জনকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষনা করেন বিচারপতি। এ রায় কে কেন্দ্র করে নাজিমউদ্দিন রোড ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা।।