এই ম্যাচ নিয়ে ছিলো হাজারো জল্পনা কল্পনা সবার চোখ ছিল ফলাফলে। হাইভোল্টেজ ম্যাচ বলে কথা! কিন্তু ম্যাচটি কতটা উত্তেজনা পূর্ন ছিল? দর্শকেরা হয়ত সেদিকে নজর দিবেন না সেটা ভারত পাকিস্থান বলেই! টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সরফরাজ খান। তার সিদ্ধান্ত কে খুব দ্রুতই ভূল প্রমান করেন হংকংয়ের সাথে উইকেট শুন্য থাকা ভুবেনশ্বর পাওয়ার প্লেতেই তুলে নেন দলের প্রধান ২ ব্যাটসম্যান ইমাম উল এবং ফখর জামানকে। বাবর আজম আর শোয়েব মালিক হাল ধরার চেস্টা করলেও তা বেশিদূর এগোতে দেননি কুলদীপ যাদব।এরপর আর দাঁড়াতে পারেনি পাকিস্থান অলআউট হয় ১৬২ রানেই ১৮ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আমির। ভারতের হয়ে ৩ টি করে উইকেট নেন ভুবেনশ্বর এবং কুলদীপ ২ উইকেট নেন বুমরাহ।জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো মেজাজে খেলতে থাকেন দুই অপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। ৩৯ বলে ৫২ রান করে শাদাব খানের বলে বোল্ড হন রোহিত। ৪৬ রান করে শেখর ধাওয়ান বিদায় নিলে বাকি কাজ সম্পূর্ন করেন অাম্বতি রাইডু এবং দিনেশ কার্তিক পাকিস্থানের হয়ে ১টি করে উইকেট লাভ করেন শাদাব খান এবং ফাহিম আশরাফ। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন ভুবেনশ্বর কুমার।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্থান ১৬২-১০(বাবর-৪৭,মালিক-৪৩, ফাহিম ২১ আমির ১৮* ভুবেনশ্বর ৭-১-১৫-৩, যাদব ৯-১-২৩-৩ বুমরাহ ৭.১-২-২৩-২ ) ভারত ১৬৪-২(রোহিত ৫২,ধাওয়ান-৪৬,রাইডু -৩১*,কার্তিক-৩১* শাদাব-১.৩-০-৬-১ ফাহিম-৫-০-৩১-১)