নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘোলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামলীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে চার্জশীট প্রদান এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
আজ লোহাগড়া উপজেলা পরিষদের সামনের সড়কে কয়েকশত নারী পুরুষ এ মানববন্ধন করেন।
এ বছরের ১৫ ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে উপজেলা চত্বরে এলাকায় আধিপত্য বিস্তার এবং রাবনৈতিক কোন্দলে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল ইসলাম পলাশকে।
পলাশ হত্যা মামলায় ১৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা করা হয়। কিন্তু মামলার সাত মাস পার হলেও চার্জশিট দেওয়া হয়নি ।
মামলা থেকে মূল আসামীদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং মামলাটি দূর্বল করা হচ্ছে বলে মনে করেন মানববন্ধন কারীরা।
প্রায় ঘন্টাখানেক মানববন্ধন চলে এতে বক্তব্য রাখেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য এ্যাড হাফিজুর রহমান। নিহত চেয়ারম্যানের স্ত্রী বর্তমান দিঘলীয়া ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান নীনা ইয়াছমিন সহ আরো অনেকে।