থানকুনি পাতায় অনেক ঔষধি গুণ রয়েছে। অনেক দিন আগে থেকে মানুষ ঔষধ হিসাবে ব্যবহার করে আসছে। এটি অনেক রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। কি কি গুণ রয়েছে জেনে নেয়া যাক।
০১. শরীরের রং ফর্সা করে।
০২. সৃতিশক্তি বৄদ্ধি করে।
০৩. আলসার প্রতিরদে সাহায্য করে।
০৪. হজমে সাহায্য করে।
০৫. আমাশয় নিরাময়ে।
কিভাবে খাবেন
সমস্ত গাছ পরিষ্কার করে শুকিয়ে পাউডার করে নিবেন। একবারে ২ মাস এর জন্য পাউডার করে নিতে পারেন। কারণ এটি ২ মাস পর্যন্ত ভাল থাকে। ২-৩ গ্রাম পরিমাণ সকালে এবং রাতে খেতে হবে। সৃতিশক্তি, আলসার, আমাশয় ও হজমে সাহায্যর জন্য খুব ভাল কাজ করবে। তাছাড়া প্রতিদিন তাজা পাতার রস ৪-৫ চা চামচ এক কাপ দুধ এর সাথে মিশিয়ে ১ মাস খেলে ভাল একটা ফলাফল পাবেন। এভাবে খেলে আপনার ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা ভাব চলে আসবে। ত্বক সতেজ হবে। তাছাও আপনি এটা সবজি হিসেবে খেতে পারেন। ভত্রা করে খেতে পারেন। এভাবে খেলে আপনি একটা ভাল ফলাফল পাবেন বলে আশা করি।