বয়স সবে ১৭ কি ১৮ এরই মধ্য নিউজ হয়েছে সংবাদের। আবিষ্কার করেছে অসাধারন একটি রোবট যার গুনাগুন বিমোহিত করেছে দেশবাসীকে ; সর্বস্তরে প্রশংসিত এই বালক ঝিনাইদাহ পলিটেকনিকের ছাত্র। তার তৈরি রোবটের নামঃ- অটোমেটিক হাউজ ক্লিনার এন্ড লাইফ সেইফটি রোবট।
সরজমিনে লেখক রোবটের কাজ সম্পর্কে তৈরি দাতাকে জিজ্ঞাসা করলে সে শুধু বলেই নি বরই তার তৈরি রোবটকে দিয়ে কাজ গুলো করিয়ে দেখিয়েছে পাঠকের সুবিদার্ধে রোবটের কাজ গুলো বর্ননা করছি
১.রোবটটি অটোমেটিক হাউজ ক্লিন করতে পারে।
২.রোবটটি মানুষের মত করে কথা বলতে পারে। ৩.রোবোটটি আপনার বাসা বাড়িতে গ্যাস বিস্ফোরন কিংবা অগ্নিকান্ড ঘটলে ফোন কলের মাধ্যমে জানাতে পারে।
৪.রোবটটি রুমের তাপমাত্রা পরিমাপ করে রুমের ফ্যান এসি নিয়ন্ত্রণ করতে পারে।
৫.কথা বলার সময় যে কথা বলে তার দুরত্ব এবং ছবি সংগ্রহ করতে পারে।
৬.ফ্রিকুয়েন্সির মাধ্যমে রুম থেকে মশা মাছি তাড়াতে পারে।
৭.যে কাউকে ফোন কল করতে বললে দিতে পারে।
৮.সময় বা তারিখ বললে তা গুনতে পারে।
৯.মোবাইল বা দরকারি কোন ডকুমেন্ট রোবটের কাছে দিলে তার সিকিউরিটি দিতে পারে।
১০. এছাড়াও সৌরশক্তির ব্যবহার করে রোবট নিজেই নিজেকে চার্জ করতে পারে। আবিষ্কারকের কাছে রোবটের ভবিষ্যত জানতে চাওয়া হলে সে বলে আগামীতে সরকারের সহযোগীতা পেলে রোবটের আরো উন্নয়ন করবে ।
সোর্সঃজোবায়ের